আমি কি করছি, আর আমার কি করা উচিতঃ
১। কি করছিঃ আমি কিছুই করছিনা, অযথা সময় নষ্ট হচ্ছে
২। কি করা উচিতঃ
ক। কোথাও ভেগে যাওয়া উচিত
খ। সব কয়টা ডিগ্রী র সার্টিফিকেট পুড়িয়ে ফেলা উচিত
গ। সব আত্নীয় স্বজন দের সাথে যোগাযোগ বন্ধ করে ফেলা উচিত, বিশেষ করে যারা ভাল পজিশনে আছে – যদিও এতে ওদের কিছু যাবে আসবে না।
ঘ। সবচেয়ে ভাল হয় একাকী কোথাও ভেগে যাওয়া
আমি যদি হেরে যাই কি হবে?
আমি কি আমার জয়ের জন্য কিছু করেছিঃ গত ৮ বছর ধরে শুধু একটা চাকরীর আশায় ঘুরছি, হয়নি আর কেন যেন হচ্ছে না। না আমি সত্যিই হতাশ হয়ে যাচ্ছি। আর হতাশ না হয়েও উপায় কি! একটা ব্যাচেলর ডিগ্রী, একটা মাস্টার্স আর একটা এমবিএ – তাও আইবিএ থেকে। সাথে ৮ বছরের জব এক্সপিরিইয়েন্স, বিজনেস ট্যুরে ঘুরেছি ৪-৫ টা দেশ, ৩-৪ টা প্রজেক্টে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কাজ করেছি আমেরিকান, ইউরোপিয়ান – ব্রিটিশ, ডাচ, জার্মান, সুইডেন, ইন্ডিয়ান, চাইনিজ, বার্মিজ, থাই, ওমানিজ, সাউদিয়ান, আফ্রিকান, ইটালিয়ান , পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলঙ্কান, ভিয়েতনাম, ফিলিপাইন – কোন দেশ বাদ আছে।
আমি সরে যাচ্ছি, মনে হচ্ছে নিজেকে হারাচ্ছি নাকি কোন এক গহীন অজানার দিকে এগিয়ে যাচ্ছি। জীবন কখনো এমন হবে ভাবিনি – এক টা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি।
মাঝে মাঝে ভাবি কত কিচ্ছু হচ্ছে পৃথিবীতে, প্রতিদিন কত আবিস্কার আর কত ঘটনা। আমি কি কোন এক আঁধারের মাঝে অলক্ষ্যে থাকা কোন এক মেঠোপথ না হয় বৈদ্যুতিক খুঁটি – দাঁড়িয়ে আছি, আমাকে দিয়ে অনেক কিছুই হচ্ছে বাট আমার কিছুই হচ্ছেনা।
হয়ত অনেক কিছুই আমি করেছি বা করিনি – কিন্তু, তবুও কোথাও যেন কি একটা অনুভূতি – কি একটা শুন্যতা।
শুধু একটা প্রশ্ন – কোথায় যাব, কার কাছে যাব! কেন যাবো ??
আমি কি কোন ভূল করলাম! কিন্তু যখন আমি যাই করেছি – ভেবেছি, যা হওয়ার তাই হবে – আমার কাছে মনে হচ্ছে করলে কিছু একটা হবে – এমন কি আমার হাতে ত আর কিছু করার ছিল না। হয়ত আমার ঘটে এত বুদ্ধিও ছিল না যে – আমি এর বাইরে কিছু করব। বা সেরকম করার কিছু ও ছিল না।
এমন ও হতে পারে, আমি যা করছি তাও ঠিক আছে – বাট, আমি জানি এটা ঠিক নাই। ঠিক থেকে অনেক দূরে আমি। কোন ন্যায্যতা নাই, কোন বিচার বুদ্ধি নাই। আমাকে মিস ইউজ করা হচ্ছি – আমি কিছুই বলতে পারছি না, শুধু অপেক্ষা করছি কবে মুক্তি পাব এই অচেতন পুরি থেকে। জীবন এমন হওয়ার ছিল না, আমি এখানে থাকার কথা ছিল না। আমি ভূল ট্রেনের যাত্রী – জীবন বড়ই নিঃসঙ্গ বড়ই একা।